Mastermind Session: WordPress E-Commerce চ্যালেঞ্জ প্রোগাম (M3)

Votre vidéo commence dans 10
Passer (5)
Formation gratuite en FR pour les membres inscrits sur les sites de vidéos

Merci ! Partagez avec vos amis !

Vous avez aimé cette vidéo, merci de votre vote !

Ajoutées by
21 Vues
Take Challenge 100% Proven Secret: https://barakahsoft.com/lp/m3/

চ্যালেঞ্জ প্রোগাম — ৩৫ দিনের টার্গেট: WordPress eCommerce Website Without Coding/Programming Knowledge – Modern Marketing Mastermind (M3).

•⁠ ⁠Elementor, WooCommerce, CartFlows, ডোমেইন এবং হোস্টিং ও অন্যান্য টুলসের ব্যবহার নিয়ে রেগুলার ডিসকাশন

– প্রজেক্ট এক্সারসাইজ আপডেট
– সাপ্তাহিক টাস্ক
– ডিজাইন ফান্ডামেন্টালস
– ভিজ্যুয়াল হায়ারার্কি
– টাইপোগ্রাফি
– সিক্রেট Facebook Ads রেসিপি (High-Converting ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট সেল হয় সে সম্পর্কে ক্লিয়ার ধারণা, ডোমেইন ভেরিফিকেশন ও পিক্সেল সেটাপ থেকে শুরু করে ফেসবুকে সেলস অ্যাড রান করার খুঁটিনাটি)

আগামী ৩৫ দিন আপনাকে ঘোড়ার মত স্পিডে গাধার খাটুনি খেটে প্রচুর প্র্যাকটিস করতে হবে। মনোযোগী হলে ও প্রোপার ওয়ে ফলো করে বুঝতে পারলে বেসিক ওয়েবসাইট থেকে E-Commerce সাইট ডিজাইন করতে বেশি সময় লাগবে না আপনার।

•⁠ ⁠এই ৩৫ দিন আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আপনাকে WordPress E-Commerce সাথে Facebook Ads (বিজনেসের জন্য) শেখানোর দায়িত্ব আমার, শুধু আমার কথাগুলো টু দ্যা পয়েন্ট শুনতে ও বুঝতে হবে।

•⁠ ⁠ব্যাচ থাকবে ৩টা (শুধুমাত্র ছেলেদের জন্য):
১.⁠ ⁠নরমাল ইউজার ব্যাচ (মোটামুটি ধারণা আছে, কিন্তু সকল বিষয় জানলেও কোন গাইডলাইন না পাওয়ায় কাজ ঠিক ভাবে গুছিয়ে করতে পারি না। এক কথায় WordPress নতুন করে শেখা প্রয়োজন)

২.⁠ ⁠স্টুডেন্ট ব্যাচ (কম পক্ষে বয়স ১৭ বছর হতে হবে)

৩.⁠ ⁠’কিছুই জানেন না’ স্পেশাল ব্যাচ

•⁠ ⁠রুটিন করে সাপ্তাহিক প্রজেক্ট এক্সারসাইজ দেয়া হবে।

•⁠ ⁠হোয়াটসঅ্যাপ গ্রুপ WordPress eCommerce প্রোগ্রামে থাকছে: (হোয়াটসঅ্যাপ একাউন্ট থাকতে হবে)

•⁠ ⁠লাইভ প্রজেক্টের মাধ্যমে এক্সপেরিয়েন্স শেয়ার

•⁠ ⁠চাকরি করবো, ফ্রিল্যান্সিং করবো নাকি রিমোট জব খুঁজবো? নাকি ব্যবসায় মনোযোগ দিবো? ইত্যাদি নিয়ে হাজার মানুষের হাজার রকম প্রশ্ন থাকে। সবসময় আমি চেষ্টা করবো এই সেশনে সেগুলো নিয়েই আলোচনা করার।

এছাড়া স্পেশাল থিম প্রোগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেইসবুক গ্রুপ এক্টিভিটিজ এবং সাথে মোটিভেশান প্রোগ্রাম রুটিন।

•⁠ ⁠ডাউট ক্লিয়ার করে নেওয়ার সুযোগ Private Facebook & Whatsapp Group(For Notice & Announements!)

•⁠ ⁠সমস্যার ধরণ অনুযায়ী প্রজেক্ট-চেঞ্জ

প্রথম সপ্তাহ সবচেয়ে চ্যালেঞ্জিং। আমি ধরেই নিচ্ছি আপনি একদম নতুন। যদি আগে থেকে কিছু জেনে থাকেন সেটা আপনার জন্য বোনাস। এই প্রথম সপ্তাহে প্রচুর প্র্যাকটিস এবং ফিডব্যাকের মাধ্যমে আপনার ব্রেইনকে ফ্লেক্সিবল করে তোলাই হলো আমার মূল উদ্দেশ্য।

চ্যালেঞ্জ কীভাবে হবে?

এটা অনলাইন চ্যালেঞ্জ প্রোগাম। চ্যালেঞ্জের সব ভিডিও রেকর্ডেড থাকবে আমাদের Learning Manangement System-এ, তাই যে কেউ ভিডিও দেখেই চ্যালেঞ্জে অংশ নিতে পারবে, যেকোনো সময়।

এটা Course টাইপ কিছু না, চ্যালেঞ্জ ভিডিও দেখে টাস্ক কমপ্লিট করতে হবে এবং সাপ্তাহিক Mastermind Session যখন হবে Whatsapp ও Facebook(Private) গ্রুপে জানানো হবে।

এটা কোনো গতানুগতিক ‘কোর্স’ নয় যে ভিডিও দেখবেন আর অবসর সময় ব্যবহার করে পারলে পারলাম না পারলে নেই! বরং এটা ‘চ্যালেঞ্জ প্রোগ্রাম’।

এই সমস্যা, সেই সমস্যা বলে ফাঁকি দেওয়ার ইচ্ছে থাকলে আপনিই ক্ষতিগ্রস্থ হবেন যদি চ্যালেঞ্জ নিয়ে কিছু শিখতে না পারেন। একজন মেন্টরের কথা শোনা, বকা খাওয়ার মানসিকতা ও নিজের দক্ষতা বাড়ানোর মাইন্ডসেট থাকলে তবেই কিছু না কিছু অবশ্যই শিখে যেতে পারবেন, ইন শা আল্লাহ।
Catégories
E commerce Wordpress

Ajouter un commentaire

Connectez-vous ou inscrivez-vous pour poster un commentaire.

Commentaires

Soyez le premier à commenter cette vidéo.